সিরাজদিখানে ধর্মীয় উপাসনালয় মন্দির উদ্বোধন।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বিদের ধর্মীয় উপাসনালয় মন্দিন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের পালপাড়ায় অবস্থিত শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মন্দিরের প্রতিষ্ঠাতা সঞ্জয় পালসহ স্থানীয় হিন্দু সম্প্রায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।
মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এদিন সকাল থেকে সন্ধ্যা অবদি পালপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্ত অনুরাগীরা মন্দিরে এসে দর্শনের মধ্য দিয়ে মন্দিরটির পূজা অর্চনার সূচনা করেন। এর আগে দুপুরে মধ্যাহ্নভোজ (প্রসাদ)বিতরণ করা হয়। উল্লেখ্য, চোরমর্দন পালপাড়ার এ মন্দিরটি দেবোত্তর সম্পত্তির উপর নির্মাণ করা হয়। গত বছর মন্দিরটি নির্মাণের কাজ শুরু হয়ে ২০২৫ সালের জানুয়ারী মাসের শেষের দিকে শেষ হয়। বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় পালের আর্থিক অনুদানে মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।