বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন! ১৩ বছরের প্রেমের সম্পর্কের চূড়ান্ত পরিণতি—১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।
মায়ের শাড়িতে ‘স্বপ্নের বিয়ে’
বিয়ের আনুষ্ঠানিকতা এতদিন গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভক্তদের জন্য বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করলেন মেহজাবীন! ফেসবুকে একটি আবেগঘন পোস্টে তিনি জানান, তার মায়ের আক্দের শাড়িতেই তিনি জীবনের বিশেষ দিনটি উদযাপন করেছেন!
“আমার মা তার আক্দের দিনে যে শাড়ি পরেছিলেন, সেটি আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।” – মেহজাবীন
গুঞ্জন থেকে বাস্তবতা—১৩ বছরের প্রেমের অবশেষে শুভ পরিণতি!
শোবিজ অঙ্গনে রাজীব-মেহজাবীনের প্রেম ছিল অনেকটা ওপেন সিক্রেট। তাদের একসঙ্গে দেশ-বিদেশে ঘুরতে দেখা গেছে, রোমান্টিক মুহূর্তের ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে তারা কখনো মুখ খোলেননি। একসময় গুঞ্জন ওঠে, তারা গোপনে বিয়ে করেছেন!
কিন্তু যে গল্প এতদিন ছিল কল্পনার জগতে, তা এবার বাস্তবে ধরা দিল। প্রেমের বয়স ১৩ বছর হলেও তার আনুষ্ঠানিক পরিণতি পেল ভালোবাসা দিবসে!
বিবাহোত্তর সংবর্ধনায় জাঁকজমক আয়োজন
বিয়ের পর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা, পরিবার এবং কাছের বন্ধুরা।
ভালোবাসার রঙে রঙিন রাজীব-মেহজাবীনের নতুন জীবন
১৩ বছরের প্রেমের গল্প এখন পরিণতির গল্প। মেহজাবীন ও আদনান রাজীবের এই নতুন যাত্রা শুভ হোক! 💍✨