মিজানুর রহমান সিনহাকে আহবায়ক মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করায় আনন্দ মিছিল।
আরিফ হোসেন হারিছ-
মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাকে আহবায়ক ও মহিউদ্দিন আহমেদ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদল।
রোববার ২ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টার দিকে
উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে
উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড় হতে উপজেলা যুবদল সাবেক সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে এ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সন্তোষপাড়া গোয়ালবাড়ী মোড়ে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।এ-সময় নেতৃবৃন্দ সবার মাঝে মিষ্টি বিতরন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদল সাবেক সভাপতি ইকবাল হোসেন,মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক প্রথম যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন,মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো, আমজাদ হোসেন।
রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। তবে, এতে কমিটির মেয়াদের কথা উল্লেখ নেই।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার আব্দুল বাতেন শামীম,গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টংগিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।
আনন্দ মিছিল আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কবির হোসেন,জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সম্পাদক উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমু সরদার,যুব দল নেতা রাকিব মোল্লা,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো বাদশা মিয়া,যুব দল নেতা বাবুল শেখ,রাসেল মৃধা, ইছাখ শেখ,মো রানা,কবির হোসেন,মামুন তালুকদার মালখানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ৷