আগামী ৬ ফেব্রুয়ারী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আরিফ হোসেন হারিছ-
আগামী ৬ ফেব্রুয়ারী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম সিরাজদিখান ও তাযকিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসা এর উদ্যোগে
কুরআনুল কারীমের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী বাদ আসর উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া আব্দুল জব্বার পাইলট হাই স্কুল মাঠে মুস্তফাগঞ্জ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস শায়েখ আব্দুল গাফ্ফার সাহেরর সভাপতিত্বে এ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ওয়াজ করবেন খতমে নবুওয়াত সংরক্ষন কমিটি বাংলাদেশ আমীর মধুপুর পূর সাহেব আল্লামা আব্দুল হামিদ,চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার বিভাগীয় প্রধান, উলুমুল হাদীস ডক্টর নুরুল আবছার আযহারী,ঢাকা পার গেন্ডারীয়া বাইতুন নূর জামে মসজিদের খতীব মুফতি খাদেমুল ইসলাম নাটোরী,ঢাকা কেরানীগঞ্জ মুফাসসিরে কুরআন
মুফতি ইসমাইল বিন ইবরাহীম,
মাধবদী, নরসংদী বাবুরহাট শাহী জামে মসজিদের খতীব মুফতি মাহমুদ জহির কাসেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজদিয়া বাইতুশ শরীফ জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মুছা।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রাজদিয়া বাইতুশ শরীফ জামে মসজিদের জনাব মামুন ইকবাল।
সবাইকে এ কুরআনুল কারীমের সবক প্রদান ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক,খতিব,মুফতি সোলাইমান হাবিব কাসেমী।