যু্বদল নেতা আব্দুর রহমান রানার মৃত্যুতে সিরাজদিখান বিএনপি’র শোকবার্তাঃ।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদল এর যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান রানা (৫৩) স্ট্রোককরে নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
রানা’র মৃত্যুতে শোক প্রকাশ করে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন
মুরহুম আব্দুর রহমান রানা দীর্ঘদিন ধরে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদলের রাজনীতির সাথে সক্রিয় থেকে গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন, বহুবার কারা নির্যাতনের শিকার হয়েছিলেন।
রানা’র মৃত্যুতে আমরা নিবেদিত প্রাণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর একজন আদর্শ সৈনিককে হারালাম। আমরা তার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
মহান আল্লাহপাক মরহুমের সকল ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।
মরহুমের নামাযে জানাযা আগামীকাল সকাল ১০ ঘটিকায় তার নিজ গ্রাম কমলাপুরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শোকবার্তা প্রেরণে,
অহিদুল ইসলাম অহিদ
দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা)
সিরাজদিখান উপজেলা বিএনপি।