শ্রী শ্রী সরস্বতী পুজার দশমী মেলা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি –
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে মালখানগর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলের সার্বিক নিরাপত্তায় শ্রী শ্রী সরস্বতী পুজার দশমী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মালখানগর হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে মঙ্গলবার ( ৪ জানুয়ারি) বিকাল উপজেলার মালখানগর হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে বাবু সংগ্রাম দাসের সভাপতিত্বে এ মেলা অনুষ্ঠিত হয়।
দুপুর থেকেই হিন্দু, মুসলমানহ নানা বয়সী লোকজন মেলার আনন্দ উপভোগ করতে আসে।মেলা শুরু হওয়ার পরে রাত এগারোটার দিকে শেষ হয়।
দুপুর থেকেই হিন্দু, মুসলমানহ নানা বয়সী লোকজন মেলার আনন্দ উপভোগ করতে আসে।
মেলায় বিভিন্ন উপজেলা থেকে ১৬ টি সরস্বতী প্রতিমা বিভিন্ন সংগঠন নিয়ে আসে,প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে,ষোলটি সরস্বতী প্রতিমা থেকে বিচারক মন্ডলী তিনটি সরস্বতী প্রতিমা নির্ধারণ করেন প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় হিসেবে, বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল।
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখনানগর তাদের সংগঠন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে।তাদের সামাজিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে অত্র সংগঠনের উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরবর্তীতে সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের খুব কাছের হয়ে উঠে সভাপতি আশরাফুজ্জামান সোহেল সহ সংগঠনটি।পুরস্কার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, মালখানগর ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম, বাবু শান্তিধর, অনিল দে,নাদিম মাতবর, যুবদল নেতা আইয়ুব মোল্লা, বিপ্লব মাতবর, হোসেন দেওয়ান দলু,শাহীন সহ অনেক।