প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৮ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

দেশ পুনর্গঠনের ডাক দিয়ে আসিফ, হাসনাত ও সারজিসের স্ট্যাটাস

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৮ পিএম

অনলাইন সংস্করণ

👁 9 views

দেশ পুনর্গঠনের ডাক দিয়ে আসিফ, হাসনাত ও সারজিসের স্ট্যাটাস


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়করা। তারা ছাড়াও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন।আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হ্যাশ ট্যাগ দিয়ে ‘rebuildBangladesh’ লিখে একটি পোস্ট দেন। তার এই পোস্ট দেওয়ার এক মিনিট পরই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজ ভেরিফায়েড আইডিতে ‘Let’s move on Bangladesh, Let’s Rebuild Bangladesh’ লিখে একটি পোস্ট করেন।  আর সারজিস আলম সকাল সাড়ে ৯টায় তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘Let’s Rebuild Bangladesh’।  

এদিকে ছাত্র-আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তাদের পোস্টের তলায় শুভাকাঙ্ক্ষীরা নানা মন্তব্য করছেন। অনেকে নিজ নিজ পরামর্শ যুক্ত করছেন মন্তব্যের ঘরে।

হাসনাত আবদুল্লাহর পোস্টের আনোয়ার হোসেন নামে একজন লিখেছেন, ‘ (দেশ পুনর্গঠন) এখনই, নয়তো কখনোই না। ’

শাহীন শাহ নামে একজন লিখেছেন, ‘তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশ নিরাপদ, তরুণরা সুন্দর একটি বাংলাদেশ গড়বে প্রত্যাশা রইল। ’

জিয়াউল হক নামে আরেকজন লিখেছেন, ‘দলগত ভিন্ন হলেও ঐক্যবদ্ধ ছাত্ররা। ’

এমন সব মন্তব্যের মধ্যেই কয়েকজন লিখেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ শুরু হবে, তার আগে না। ’

সারজিস আলমের পোস্টে ইমতিয়াজ নামে একজন লিখেছেন, ‘তারুণ্যের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। ’

মোহাম্মদ হোসেইন লিখেছেন, ‘নতুন করে ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়েছে। অতএব ৫ আগস্টের পরে যা করা সম্ভব হইনি সেগুলো দ্রুত করার ঘোষণা দেন। এবার দেশ ঠিক করে ছাত্রজনতা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। ’

আরেকজন মন্তব্যকারীরা লিখেছেন, ‘এই জেনারেশনকে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের প্রয়োজনে সবকিছু করতে প্রস্তুত। সময়ের সেরা সত্য পয়েন্টগুলো তুলে ধরেছেন প্রতিটি পয়েন্ট প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ’

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে শিমুল সারিনা লিখেছেন, ‘ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ হোক সবার জন্য শান্তিপূর্ণ। ’

দেশ পুনর্গঠন ইস্যুতে তামান্না ফেরদৌস নামে একজন প্রশ্ন রেখেছেন, ‘আগে আওয়ামী লীগের বিচার। বিচার ছাড়া কীভাবে ভালো কিছু গঠিত হবে!’

আবার কেউ লিখছেন, ‘রিবিল্ড হবে কিন্তু সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে, যতবার ওরা ক্ষমতায় আসছে, এই দেশের মানুষের ওপর বাপ হত্যার প্রতিশোধ নিয়েছে। ’

আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনো মুভ অন হবে না বলে মন্তব্য করেছেন অনেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments