চাইনপাড়া ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগের ফাইনালে সৈকত ও পিয়াল জুটি চ্যাম্পিয়ন।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাইনপাড়া ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চাইনপাড়া এলাকাবাসীর আয়োজনে ও সমাজ সেবামূলক সামাজিক সংগঠন সামাজিক বন্ধনের সার্বিক তত্বাবধানে শুক্রবার ৭ জানুয়ারী সন্ধ্যায় উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া চৌরাস্তা সংলগ্ন স্থানে আয়োজিত ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগের ফাইনাল খেলায় পর্যায়ক্রমে ৮ টি জুটি অংশগ্রহণ করে সৈকত ও পিয়াল জুটি চ্যাম্পিয়ন হয়।খেলার উদ্বোধন করেন ৪ টি বিদ্যালয়ের আব্দুর রব, কালু শেখ, আজিনুর তালুকদার ও আহাদুল শেখ নামে ৪ শিক্ষক।
স্থানীয় আলী আকরাম মোল্লার সভাপতিত্বে ব্যাডমিন্টন প্রিমিয়ার লীগের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আলী আনসার মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ লতিফ হাওলাদার, আব্দুস সালাম বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, মোয়াজ্জেম দেওয়ান, আওলাদ তালুকদার, জামিল দেওয়ান,মোঃ সাঈদুল শেখ, আনোয়ার দেওয়ান,মোঃ আলী শেখ, মানিক বেপারী, হোসেন তালুকদার, মন্টু শেখ, রুহুল তালুকদার, আলমগীর শেখ, মাজম শেখ, জালাল হাওলাদার প্রমূখ। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন,মোঃ রোবেল, রক্সি, মোঃ জনি,হৃদয় মোল্লা, মোঃ ফয়সাল দেওয়ান, রাসেল বেপারী, উজ্জ্বল শেখ, জাহিদ বেপারী, মোঃ ইউসুফ ও মুরাদ।