জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কলেজ পর্যায়ে জিস্ট পলিটেকনিকের প্রথম স্থান অর্জন
মোয়াজ্জেম হোসেন জুয়েল,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ।
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক।জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়” স্লোগানকে সামনে রেখে গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় গজারিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এই মেলার স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ অন্যান্যরা। মেলায় কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক। ২য় স্থান অর্জন করে গজারিয়া সরকারি কলেজ ও ৩য় স্থান অর্জন করে গজারিয়া কলিমুল্লাহ্ কলেজ।
আজ মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।
এসময় জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মামুন শরীফ ও ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার. রিফাত শিকদারসহ
গজারিয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ পযার্য়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ এবং নানা শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথীরা।
অতিথিরা বলেন, উন্নত এবং আধুনিক বিশ্ব ও দেশ গঠনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হযে উঠবে এবং তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।