মুন্সিগঞ্জে বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু ।
রুবেল ইসলাম তাহমিদ, টঙ্গিবাড়ী মুন্সিগঞ্জ থেকে।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে বালিগাও বাজার ব্রীজের উপর দাড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ১৪ বছর বয়সী বাসের ভীতর ঘুমিয়ে থাকা হেলপার আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বালিগাঁও সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক-ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসে ঘুমিয়ে থাকা হেলপার হাবির (১৪) দগ্ধ হয়ে মারা যান। নিহত হেলপার হাবির লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে, এ গাড়িতে কাজ করতেন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, “বাসের চালক ও হেলপাররা সাধারণত বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়, তবে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।