গজারিয়ায় কাঁচা সড়কে চরম জনদুর্ভোগ.পাকা করণের দাবি
মোয়াজ্জেম হোসেন জুয়েল,গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বেরু মোল্লা কান্দি গ্রামের একটি সড়কের প্রায় এক কিলোমিটার অংশ এখনো কাঁচা। এতে চরম দুর্ভোগে পড়েন এই পথে চলাচল করা পথচারীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত সড়কের এই কাঁচা অংশটি পাকা করা হোক।সরেজমিনে দেখা গেছে, বেরু মোল্লা কান্দি কাঁচা অংশটি গ্রামের প্রধান সড়কের। প্রায় এক কিলোমিটার এই অংশটি মোল্লা কান্দি সেতু থেকে চর ঝাপটা আবুল হোসেন মিঝি বাড়ি পর্যন্ত সড়ক। মিঝি বাড়ি থেকে ষোলআনী আবাসন প্রকল্প পর্যন্ত ইটের রাস্তা। আর সেই ইটের রাস্তায় উঠতে জরাজীর্ণ এই মাটির রাস্তা পেরিয়ে যেতে হয়। কাঁচা রাস্তার অনেক অংশ দেবে গেছে। অনেক জায়গায় রয়েছে বড় গর্ত। পথচারীরা দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন।
বেরু মোল্লা কান্দি ও চর ঝাপটা গ্রামের বাসিন্দা বাছেদ মোল্লা, মোক্তার হোসেন, রফিকুল ইসলাম ভুট্টে, মাঈন উদ্দিন সহ আরো কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, এই অংশটুকু পাকা করা জরুরি। বেরু মোল্লা কান্দি গ্রামের যেই দিকেই যাই অল্প দূরেই পাকা রাস্তা। কিন্তু এই রাস্তার জন্য বর্ষাকালে অসহনীয় দুর্ভোগ পড়তে হয়। রাস্তার মাটি এঁটেল হওয়ায় বর্ষায় দুর্ভোগ বাড়ে কয়েকগুণ। রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে এই অংশ পাকাকরতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা কর করছেন।
বেরু মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, এমন অবহেলিত কাঁচা ও ভাঙা সড়ক উপজেলার কোথাও আছে কিনা আমার জানা নেই। এই রাস্তার কারণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকার যায় আসে কিন্তু এই রাস্তাটির কোন উন্নতি হয় না। এলাকাবাসীর প্রাণের দাবি রাস্তাটি সংস্কার করা হোক।
উপজেলা প্রকৌশলী মো.সামিউল আরেফিন জানান, রাস্তাটি এলজিইডির ভুক্ত। কিন্ত ষোলআনী গ্রামে রাস্তায় একটি ব্রিজ ভেঙে যাওয়ার কারনে রোলার যেতে না পারায় রাস্তাটি পাকা করণ হচ্ছে না। ব্রিজটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে। ব্রিজটি নির্মাণ হলে রাস্তাটি পাকা করণ বাস্তবায়ন করা হবে বলে জানান এই কর্মকর্তা।