প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৪ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ন্যূনতম ঐকমত্যে পৌঁছে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি ফখরুলের

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৪ পিএম

অনলাইন সংস্করণ

👁 9 views

ন্যূনতম ঐকমত্যে পৌঁছে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি ফখরুলের


স্টাফ করেসপন্ডেন্ট,সময় বাংলার ।

সংস্কার ইস্যুতে নূন্যতম ঐক্যমত্যে পৌঁছে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাটবে সরকার, এমন আশাবাদের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের যে রিপোর্ট প্রত্যেকটি কমিশন দিয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আজকে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। তবে আমরা আশা করবো সংস্কারের যে নূন্যতম ঐক্যমত্য তৈরি হবে সেটার ওপর ভিত্তি করে জাতিয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এটি ছিলো পরিচিতি সভা। প্রথম বৈঠকে ঐক্যমত্য কমিশনের সাথে পজিটিভ বা গঠনমূলক কোনো আলোচনা হয়নি।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক শেষে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না। তবে ইসলামী আন্দোলন আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলেছে।

এছাড়া বৈঠকে সরকারীভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবি জানায় কোনো কোনো রাজনৈতিক দল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments