রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সৌদিয়া হোটেল নামে ওই ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর, দুপুর ১টা ৪ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিভানোর পর ভবনের ষষ্ঠ তলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতর এবং তিনটি মরদেহ সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখা যায়। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল, যা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করেছে।
ফায়ার সার্ভিস জানায়, নিহত ৪ জনই পুরুষ। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। এ সময়, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিশ্চিত করতে চাচ্ছে, ভেতরে আর কেউ আহত বা মৃত রয়েছে কিনা।অগ্নিকাণ্ডের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক মাহমুদ জানান, নিহত ৪ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, এ ঘটনায় হত্যা না অপমৃত্যু মামলা হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো জানান, যদি গাফিলতি পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।