প্রকাশ : ৫ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

জোট নয়, এককভাবেই নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি

প্রকাশ : ৫ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

👁 11 views

আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধবে না নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা জানিয়েছেন, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক সক্ষমতা এনসিপির রয়েছে। বুধবার (৫ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির নেতারা এসব তথ্য জানান।

দলীয় নেতারা জানিয়েছেন, নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। তবে দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির কেন্দ্রীয় ফোরামে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে প্রতীক নির্ধারণ করা হবে। নেতারা স্পষ্ট করেছেন, জাতীয় নাগরিক পার্টি অন্য কোনো বড় দলের সঙ্গে নির্বাচনী জোট করবে না। তবে ছোট রাজনৈতিক দলগুলোর জন্য এনসিপির সঙ্গে জোট গঠনের সুযোগ থাকছে। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করা হবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “তরুণদের নেতৃত্বে গঠিত আমাদের দল ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারাদেশে দলীয় কার্যক্রম আরও জোরদার করাই এখন প্রধান উদ্দেশ্য।”

জাতীয় নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো আরও শক্তিশালী করতে চায় এনসিপি। দলটির নেতারা জানিয়েছেন, দেশের প্রতিটি অঞ্চলে কার্যক্রম বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। তরুণদের সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments