আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অভিযান চালাতে পারে না বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। একইসঙ্গে মব (উন্মত্ত জনতা) ইস্যুতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
### *মব প্রতিরোধে কঠোর অবস্থান*
তিনি বলেন, “মব হচ্ছে, এটা অস্বীকার করব না। তবে জনগণকে সচেতন হতে হবে। উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।” আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
### *ডাকাতি-ছিনতাই রোধে নিরাপত্তা জোরদার*
মহাসড়কসহ বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি করছে। বিশেষ করে রমজান ও ঈদকে কেন্দ্র করে ছিনতাই ও ডাকাতি ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
### *জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ*
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে কেউ অভিযান চালাতে পারবে না। জনগণকে সচেতন হতে হবে এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।”
দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কড়া নজরদারি অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।