অবিশ্বাস্য! মাত্র এক দিনে, চীন পাঠিয়েছে ৫টি সামরিক বিমান এবং ৬টি যুদ্ধজাহাজ তাইওয়ান সীমান্তে। তবে তাদের সঙ্গী ছিল আরও একটি অদ্ভুত বস্তু—বেলুন! আর সেই বেলুনগুলোর সঙ্গেই শনাক্ত হলো এক বিরাট চীনা সামরিক শক্তির উপস্থিতি।
তাইওয়ান—যা চীন নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে—আজও নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে, চীন তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার জন্য দ্বীপটির চারপাশে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সংখ্যা বাড়িয়েছে। আর এবার, বেলুনের উপস্থিতি এই উত্তেজনার মাঝে নতুন এক প্রশ্ন তৈরি করেছে।
গত সপ্তাহে ২৪ ঘণ্টার মধ্যে চীনা ৪৫টি যুদ্ধবিমান দেখা গিয়েছিল, যা ছিল সর্বোচ্চ সংখ্যক। এবার, সেই সংখ্যা ছাপিয়ে, ‘বেলুন’দের রহস্যজনক উপস্থিতি এই বছর নতুন এক সংকেত দিচ্ছে।
এতটুকু সামরিক শক্তি, তবে বেলুনের মাধ্যমে কী বার্তা দিচ্ছে চীন?