বিশেষ প্রতিনিধি : দেশের ৩৩১ পৌরসভার কর্মচারীদের সংগঠন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ, বি-২২৩৫)নিবন্ধন পেয়ে ছে। ন্যায্য অধিকার ও দাবী আদায়ে এতোদিন কোন নিবন্ধিত সংগঠন না থাকায় হাজার হাজার কর্মচারীরা দাবী করবার কোনো প্লাটফর্ম ছিল না।
সরকারের স্রম অধিদপ্তর কতৃক গত ১০ মার্চ নিবন্ধন গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুজ্জামান বলেন দীর্ঘদিন থেকে দেশের পৌরসভার কর্মচারীগন অবহেলা ও বঞ্চনার শিকার। চাকুরী স্থায়ী করণসহ যৌক্তিক দাবী গুলো সরকারের কাছে বছরের পর উপস্থাপন করা হলেও আমাদের দাবী পুরণে বিগত সরকার কর্নপাত করেনি। ফ্যাসিবাদের নানা রকমের হয়রানি প্রতিহিংসার শিকার হতে হয়েছে। আমরা সরকারের নিকট আমাদের চাকুরী স্থায়ী করাসহ মৌলিক দাবী পুরণে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা বলেন আমরা দাবী দাওয়া নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে গিয়েছি।শুধু আশার বাণী শুনিয়েছে।বিলম্বে হলেও ৩৩১ পৌরসভার কর্মচারীদের ফেডারেল নিবন্ধন পেয়েছে। আমরা এখন সাংগঠনিক ভাবে আমাদের দাবী সমুহ তোলে ধরতে পারব।
যুগ্ম সম্পাদক এনামুল হক বলেন আমরা অনেক হয়রানির অধিকার বঞ্চিত। সরকারের কাছে আমাদের দাবী গুলো জানাই।আমার বঞ্চিত রেখে দেশের উন্নয়ন হবেনা। সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান জিল্লু বলেন ফেডারেশন এখন থেকে সরকারের কাছে নিজেদের দাবি করার প্লাটফর্ম পেয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।দপ্তর সম্পাদক শেখ সামছুউজ্জামান বলেন আমাদের চাকুরী স্থায়ী করনের দাবি আমাদের মৌলিক অধিকার। আমরা এতোগুলা বছর বৈষম্যের শিকার হয়েছি।আমরা এখন আমাদের অধিকার আদায়ে মাঠে থাকব।