সজিব মিয়া,
মহেশপুর, ঝিনাইদহ : পদ্মাপুকুর সরকারি ডিগ্রি কলেজে আজ সকাল ১০ টার সময় সকল ছাত্র ছাত্রী মিলে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদি মিছিল উপস্থাপন করেন। এ সময় অত্র কলেজের সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। এ সময়ে সবার কন্ঠে ধ্বংনি হতে থাকে প্রতিবাদি আওয়াজ। এবং লিফলেট দিতে থাকে। এবং এসব আয়োজন করেন অত্র কলেজের সকল শিক্ষার্থী বিন্দ। এবং মিছিল এর শেষে তারা একটি বৈঠক করে। এ বৈঠকে বলা হয় । যে ধর্ষককারীকে উপযুক্ত শাস্তি দিতে এবং ফাঁসির দাবি জানায়। এবং আরো আলোচনা করেন অত্র কলেজের প্রধান অধ্যাক্ষ, তিনি বলেন ধর্ষককারীকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক এবং সারা দেশে ব্যাপি এর সু বিচার চাই। তাই আপনাদের কাছে অনুরোধ একে কঠোরতম শান্তি দেওয়া হোক।