প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

👁 8 views

খাগড়াছড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু


জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি প্রতিনিধি।

সারাদেশের মতো খাগড়াছড়িতেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার খাগড়াছড়ির ৩ টি পৌরসভা , ৯টি উপজেলার ৩৪ টি ইউনিয়নে সুষ্ট ও সুন্দও ভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম জানান, ভোটার হালনাগাদ করণ কার্যক্রম আগামী ফেব্রæয়ারী মাসের ৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। এসব তথ্য সংগ্রহ কাজে খাগড়াছড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ৪ শত ২৯ জন সহকারী শিক্ষক কাজ করছেন। সুপারভাইজার হিসেবে নিয়োজিত আছেন ১ শত ১ প্রধান শিক্ষক।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩ ফেব্রæয়ারির মধ্যে তথ্য সংগ্রহ এবং পরবর্তীতে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। ৫ ফেব্রæয়ারি থেকে নিবন্ধন কাজ শুরু এবং ১১ এপ্রিল নিবন্ধন কাজ শেষ হবে। এসময়ে ছবি তোলার কার্যক্রমও সম্পন্ন করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments