প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মুন্সিগঞ্জে জাহাজ ডাকাতি, ৮ ডাকাত গ্রেফতার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

👁 4 views

মুন্সিগঞ্জে জাহাজ ডাকাতি, ৮ ডাকাত গ্রেফতার


মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় জাহাজ ডাকাতির ঘটনায় অভিযানের মাধ্যমে এখন পর্যন্ত ৮ ডাকাতকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।রবিবার (১৯ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান।

মুন্সিগঞ্জে জাহাজ ডাকাতি, ৮ ডাকাত গ্রেফতার
মুন্সিগঞ্জে জাহাজ ডাকাতি, ৮ ডাকাত গ্রেফতার

তিনি জানান, অভিযানে প্রায় ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, এম ভি ভূইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার একটি স্যালো মেশিন, তেল আনলোড করার কাজে ব্যবহৃত ২টি পাইপ, ডাকাতি কাজে ব্যবহৃত একটি হাসুয়া এবং ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

অবৈধ বাল্কহেড উদ্ধারে অভিযানে জোরদার রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, জাহাজ ডাকাতির ঘটনায় মূল হোতারা নজরদারিতে রয়েছে। নৌ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নৌ পুলিশ ডিআইজি। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি মুন্সিগঞ্জের চর মুক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর মোহনায় ডাকাতির শিকার হয় ওটি বিন জামান-১ নামের জাহাজটি। এ ঘটনায় শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৮ জনকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments