প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ৫:৩০ পিএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

সরকারকে যতটা সম্ভব সংস্কার করতে বললেন জামায়াত আমির

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ৫:৩০ পিএম

অনলাইন সংস্করণ

👁 6 views

সরকারকে যতটা সম্ভব সংস্কার করতে বললেন জামায়াত আমির


স্টাফ করেসপন্ডেন্ট, সময় বাংলার ।

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারে হাত দিয়েছে। আপনারা যতটা যম্ভব সংস্কার করুন। তবে গত ৫৩ বছরে বিভিন্ন ধর্মের মানুষের ওপর অত্যাচারকারীদের তালিকা প্রকাশের উদ্যোগ নিন। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া এটি প্রকাশ সম্ভব নয়।

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াত ইসলামী বা ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। এ সময় লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিলো। তারা রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাঁই দিয়ে উন্নয়নের কাজ চালিয়েছে। ক্ষমতা হারালে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে বলে ওবায়দুল কাদের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাস্তবে পাঁচজন নেতাকর্মীও খুন হয়নি। কারণ এই দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরতে জানে।

বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার বিচারকে নির্বাসনে পাঠিয়েছিল। এজন্যই বিচারপতিরা বলেছিল তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই বক্তব্যের প্রতিবাদ করায় আইনজীবীদেরও হেনস্তা করা হয়েছিল।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments